উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থীকে শোকজ

প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরের উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থীকে শোকজ করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে শনিবার এই শোকজ করা হয়। শোকজ করেন কুমিল্লা-৩মুরাদনগর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা।
নোটিসে বলা হয়, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর ২৯ডিসেম্বর প্রেরিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আপনি ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য দশ লক্ষ টাকার তাৎক্ষণিক অনুদান প্রদান করেন। এছাড়া ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচিতের প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ কেন প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে জবাবসহ স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। ০২জানুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ,৩য় আদালত,কুমিল্লায় হাজির হতে হবে।