উত্তর জেলা আ’ লীগ ; ৭৫ সদস্যের কমিটির অর্ধেক দুই উপজেলায়

 

inside post

আমোদ প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আধিপত্য বিস্তার করছে সভাপতি ও সাধারণ সম্পাদকের মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। কমিটির অর্ধেক পদ দুই উপজেলার। বাকী অর্ধেক পড়েছে পাঁচ উপজেলার।

সাতটি উপজেলা নিয়ে গঠিত রাজনৈতিক ওই জেলায় দুই উপজেলার আধিপত্যকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন অন্যান্য উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত এক বছর আগে মুরাদনগর উপজেলা থেকে সভাপতি ও দেবিদ্বার উপজেলা থেকে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ওই দুই নেতার প্রভাব লবিং-তদবীরকে কাজে লাগিয়ে ৭৫ সদস্যের কমিটির সিংহভাগ পদ বাগিয়ে নিয়েছেন ওই দুই উপজেলার নেতৃবৃন্দ। এতে কোন কোন উপজেলায় কাঙ্খিত পদ-পদবী পায়নি অনেক যোগ্য নেতৃবৃন্দ। গুরুত্বপূর্ণ ৩৯টি পদের একটিও জোটেনি হোমনা উপজেলায়।

অনুমোদিত ওই কমিটি পর্যালোচনা করে দেখা গেছে- ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপজেলায় পদ পেয়েছেন ২৩ নেতা। এদের মধ্যে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের নিজ উপজেলা দেবিদ্বার থেকে পদ পেয়েছেন সর্বোচ্চ ১৪জন। ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও চারজন। অপরদিকে সভাপতি মু. রুহুল আমিনের নিজ উপজেলা মুরাদনগরে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নয়জন। এছাড়া ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও নয়জন। পরিসংখ্যান মতে ৩৯টি গুরুত্বপূর্ণ পদের প্রায় ৬০শতাংশ পদই দখলে নিয়েছেন ওই দুই উপজেলা।

হোমনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল হতাশা প্রকাশ করে বলেন- আমরা বঞ্চিত হয়েছি। এখন তো আর কিছু বলেও লাভ নেই।

আরো পড়ুন