প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
`উন্নয়নের সাথে পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে’
আইডিইবি' র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা প্রশাসক
প্রতিবেদক।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, এতদিন আমাদেরকে যে উন্নয়নের বাণী শোনানো হয়েছে তা ছিল মূলত কাঠামোগত। উন্নয়নের সংখ্যা আপগ্রেড হচ্ছে। টেকসই উন্নয়ন মাথায় রাখতে হবে। উন্নয়নের সাথে পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। বায়ু দূষণের কারণে প্রতি বছর এক লক্ষ মানুষ মৃত্যুবরণ করে।পরিবেশবান্ধব উন্নয়ন প্রয়োজন। গণপ্রকৌশল দিবস ও আইডিইবি' র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারং - আইডিইবি, কুমিল্লা শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরও বলেন, উন্নয়নের সাথে ডিপ্লোমা প্রকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত। কারিগরী শিক্ষাঙ্গাণে পদ খালি আছে তা জানা ছিল না। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে। আমরা জানি, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা মেধাবী হয়। এ মেধাবীদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে। পাবলিক মানির সুফল যেনো জনগণের কাছে পৌঁছে যায়- এদিকে খেয়াল রাখতে হবে। নিজের ভবনের ক্ষেত্রেই শুধু নয় সরকারি ভবন নির্মাণেও আন্তরিক হতে হবে। নাগরিক প্রত্যাশার কথাও মাথায় রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি কুমিল্লা জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান।
বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি - এ শ্লোগানকে ধারণ করে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক প্রকৌশলী কাজী ফারুক আহাম্মদ, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ এরশাদ উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি কুমিল্লার সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজ উদ্দিন। বক্তারা কুমিল্লায় আইডিইবি' র কার্যক্রম পরিচালনার জন্য একটি ভবন নির্মাণের দাবি জানান। জমি নির্ধারণ ও অধিগ্রহণের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিইবি কুমিল্লার সহসভাপতি প্রকৌশলী আলেক হোসেন জুয়েল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com