মহিউদ্দিন মোল্লা।।
সংস্কার শেষে নতুন সাজে ফিরেছে ঐতিহ্যের কুমিল্লা ক্লাব। সংস্কার চলছে বীরচন্দ্র নগর মিলনায়তন ও গণ পাঠাগারের। এদিকে কুমিল্লার বন্ধ চিড়িয়াখানা ফিরছে আধুনিক পার্ক হিসেবে। আলোচনা চলছে কুমিল্লা ধর্মসাগর দিঘিরপাড়ে ওয়াকওয়ে হবে। এসব তথ্য জানান কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। তিনি বুধাবার তার কার্যালয়ে কুমিল্লার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম,কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক,সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক খায়রুল আহসান মানিক ও অশোক বড়ুয়া প্রমুখ।
সভায় জানানো হয়, টাউন হলের মার্কেট দীর্ঘদিন পর উদ্ধার করা হয়েছে। আগে এক বছরে ভাড়া মিলতো এক লাখ ২০হাজার, এখন এক মাসে মিলছে সাড়ে ৬লাখ টাকা ভাড়া। এদিকে প্রায় চার বছর বন্ধ কুমিল্লা কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ফিরছে বৃহৎ পরিসরের আধুনিক পার্ক হয়ে। এটির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। নগরীতে সাশ্রয়ী বিনোদনের জন্য এই আয়াজন করা হচ্ছে। নতুন ডিসি পার্কটি প্রায় দ্বিগুণ জায়গা নিয়ে ১৯একর ভূমির ওপর নির্মাণ করা হচ্ছে। পার্কে সবুজের সমাহারের সাথে আধুনিক রাইড,লেক,ফুডকোর্টসহ নানা আয়োজন থাকবে।
জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, একটি আদর্শ সিটি সেন্টার হিসেবে টাউন হলকে গড়ে তুলতে চাই। বীরচন্দ্র গণপাঠাগারের উন্নয়নে জেলা পরিষদ থেকে সোয়া ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে ওয়াকওয়ে ও সবুজায়ন করা হবে। তিনি আরো বলেন, আমরা সাশ্রয়ী বিনোদনের জন্য ডিসি পার্ক চালুর পরিকল্পনা করেছি। প্রথম ৫কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। পরবর্তীতে আরো ২০ কোটি টাকার টেন্ডার হবে। কুমিল্লা জেলা পরিষদ ও সিটি করপোরেশন এই কাজে বরাদ্দ দিচ্ছে। সহসা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com