আমোদ ডেস্ক।।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ দেয়া হবে।
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
পদের নাম: ক্লাসিফায়ার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (আইকিউএসি)
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম: নিম্নমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২টি
বেতনস্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম: নিরাপত্তা প্রহরী (নাইট গার্ড)
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
পদের নাম: হেলপার ফর কার্পেন্টার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর ২০২০।
আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট/গ্রেডশিট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র, জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর পাঠাতে হবে। উপরিউক্ত কাগজপত্রের অনুলিপি ও প্রার্থীর ছবি সত্যায়িত করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কাগজপত্রসহ ২ (দুই) সেট আবেদনপত্র জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোন শাখা থেকে ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর প্রার্থিত পদের জন্য ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে পূরণ করা নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই–মেইল অ্যাড্রেস (যদি থাকে), জন্মতারিখ, নির্ধারিত তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, প্রাপ্ত শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়), চাকরির অভিজ্ঞতা (যথা পদের নাম, চাকরিকাল, নিয়োগকারী কর্তৃপক্ষের নাম–ঠিকানা) ইত্যাদি উল্লেখ করতে হবে।
সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়নসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (প্রত্যয়ন করার প্রয়োজন নেই) সংযোজনপূর্বক মোট ২ (দুই) সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর আগামী ২০ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
সূত্র : প্রথম আলো ও ডিএমপি নিউজ
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com