প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঋণের দায়ে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।
নিহতের ছেলে মাসুদ জানান, ৩টি এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে তার বাবা ১৫ লক্ষ টাকা ঋণ করেছেন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দুপুরে ঘরে থাকা ফসলি জমির কীটনাশক পান করেন তিনি। কাশিনগর বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহিন জানান, ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারলাম ধারদেনা করে আমির হোসেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com