বসন্ত আসছে বসন্ত আসবে দেখো
মন প্রাণ দিয়ে কানটি পেতে রাখো।
নিরাশা ভুলে আসায় বসতি গড়ো
বসন্ত ফাগুন লাগুক প্রাণে বড়ো।
আশায় থাকো বসন্ত আসছে দ্রুত
চারদিকে দেখো ফুল ফুটেছে যে শত।
এসো সবে গাই জীবনের জয়গান যত
নিরাশা ভুলে আশার আলো শত।
বসন্ত আসছে জেনেছি মাঘের শেষে
বাঙালি সাজবে হলুদ রঙের বেশে।
এ আমার ইতিহাস বাঙালিপনার চাল
ঋতুরাজ আসছে বসন্ত আসবে কাল।
৩০ মাঘ, ঢাকা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com