প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার নাটাপাড়ে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আহতরা হলেন চৌদ্দগ্রাম পৌর এলাকার ১৪ মাস বয়সের ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল (৫) সারওয়ার (৯), মিনহাজ (১০), আইরিন (৩), সাইফুল ইসলাম (৫৮) ও শামীম (১৯)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে একটি কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর একে একে বিকাল পর্যন্ত অন্যদের কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, এক সপ্তাহে প্রায় ২৫-৩০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে বেশির ভাগই শিশু, যাদের বয়স ৪-১২ বছর।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, আমার ছেলেকে (ইরফান) বাড়ি সামনে আমার মায়ের কোলে থাকা অবস্থায় কুকুর কামড় দিয়েছে। গত কয়েকদিন ধরে এধরনের ঘটনা ঘটছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে টিকার সংকট নেই, তবে সরবরাহ চাহিদার তুলনায় কম।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com