এক যুগ পর ঈদের নামাজ পড়তে পেরে খুশি গ্রামবাসী

মহিউদ্দিন মোল্লা।।
এক যুগ পর একসাথে ঈদগাহে ঈদের নামাজ পড়তে পেরে খুশি কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামবাসী। গ্রামের প্রায় দুই হাজার মুসল্লি একসাথে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন। সকাল ৮টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মো. তাজুল ইসলাম।
গ্রামবাসীর সূত্র জানায়,১৯৭৪সাল থেকে এই ঈদগাহে ঈদের নামাজ হয়ে আসছে। এই ঈদগাহে প্রয়াত হাজী আনা মিয়া, রব্বান আলী,আবদুল খালেক, শরাফত আলী,মীর হোসেনসহ অনেকে ঈদগাহ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। নানা পারিপার্শ্বিকতায় গত একযুগ সেখানে নামাজের আয়োজন হয়নি। এবার তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে পুনরায় মিলন মেলা বসিয়েছে। এখানে নামাজ আদায় করতে পেরে খুশি বৃদ্ধ তরুণ সবাই। এদিকে ঈদগাহের পাশে বসে ঈদ মেলা। সেখানে শিশুদের কলকাকলি নজরে পড়ে।
গ্রামের ওবায়দুল হক মজুমদার,লতিফুর রহমান খোকন,মাসুদুল হক, আবদুল মান্নান,হুমায়ুন কবির,সামছুল হুদা,মিজানুর রহমান,অহিদুল ইসলাম বলেন, বিভিন্ন কারণে এখানে নামাজ হয়নি। গ্রামের ৫মসজিদে ভাগ হয়ে ঈদের নামাজ হতো। আমরা বছরে দুইবার ঈদগাহে একসাথে জামাত পড়তাম। সবার সাথে দেখা হতো। কোলাকুলি করতাম। এখানে দীর্ঘদিন পর একসাথে নামাজ পড়তে পেরে আমরা খুশি। আমরা চাই এরকম সমন্বিত সুন্দর উদ্যোগ অব্যাহত থাকুক।

inside post


ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন,ঈদের সময় আমাদের কষ্টের অতীত আর টেনে আনতে চাই না। সবার সহযোগিতা ঈদের জামাতের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো ভালো আয়োজন করতে চাই।
ঈদগাহের খতিব মাওলানা মো. তাজুল ইসলাম বলেন, খতিবের বাইরে আমি নিজেও এই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন এখানে ঈদগাহে জামাত হয়নি। এবার বিপুল মুসল্লির সমাগম হয়েছে। সবাইকে নিয়ে নামাজ পড়তে পেরে ভালো লাগছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

আরো পড়ুন