প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ
এবারের একুশের গ্রন্থমেলায় ‘অন্যরকম মেঘ’
লিটন সরকার বাদল :
মানুষের ভাষা বুঝে, দাবি বুঝে লেখার সক্ষম কবি হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন তরুণ এই কবি। কবিতাই তাঁর ধ্যানে জাগরণে বসতি গড়েছে। এপর্যন্ত ৪ টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে তাঁর। পিয়াস মাজিদের নজরকাড়া প্রচ্ছদে 'বিভাস' প্রকাশনী থেকে এবার ২০২৩ এর অমর একুশে গ্রন্থমেলায় ৫ম কাব্যগ্রন্থ" অন্যরকম মেঘ" নিয়ে পাঠকের কাছে আসছেন কবি হোসাইন মোহাম্মদ দিদার।
এবারের কাব্যগ্রন্থ যেসব কবিতা তিনি পাঠকককে উপহার দিয়েছেন তা পাঠক হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী থাকবে। বেশ অসাধারণ কবিতার শিরোনাম আর সহজ সরল শব্দের মিশেলে কবিতা পাঠের নেশায় যে কেউ বিভোর হবে। তাঁর কবিতার প্রাণশক্তি ও সম্ভাবনার কথা জানিয়ে তরুণ এই কবিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।
কবি তাঁর বহুমাত্রিক কবিতার তুলির আছড়ে সমাজ,রাষ্ট্র, প্রেম, দ্রোহ, সৃষ্টি ও স্রস্টার কথা সাজিয়ে ধরছেন অপরুপ বর্ণনা ভঙ্গিতে। তাঁর কবিতা হৃদয় জাগাবে,জয় করবে মন।
তাঁর কবিতা পাঠে পাঠকরা নতুন কিছু উপলব্ধি করবে বলে আশাবাদী কবি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com