‘এবার কৃষক হয়ে উঠবেন নিজের জমির ডাক্তার’

inside post

প্রতিনিধি।।
জমিতে দাঁড়িয়ে স্মার্ট ফোনে খামারি অ্যাপ ব্যবহার করে কৃষক এবার হয়ে উঠবেন নিজের জমির ডাক্তার।
খামারি অ্যাপ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) উদ্ভাবিত একটি মোবাইল অ্যাপ। যা কৃষকদের ফসল উৎপাদন সংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদান করে। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা তাদের এলাকার মাটির গুণাগুণ অনুযায়ী কোন ফসল ভালো হবে, কী পরিমাণ সার ও বীজ ব্যবহার করতে হবে সেসব সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপটি আবহাওয়া সম্পর্কেও ধারণা দিতে পারে, যা কৃষকদের খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। এই অ্যাপটির মাধ্যমে সঠিক তথ্য ও পরামর্শ পেয়ে উৎপাদন বাড়াতে এবং খরচ কমাতে পারে। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় এবং কৃষকদের ডিজিটালভাবে সহায়তা করার জন্য এটি তৈরি করা হয়েছে। খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এই তথ্য জানান। রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে এই আয়োজন করে বিএআরসি ঢাকা অফিস। এতে প্রধান অতিথি ছিলেন বিএআরসি ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এবিএম খালদুন। সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান। প্রশিক্ষক ছিলেন বিএআরসির ক্রোপ জোনিং প্রকল্পের জিআইএস এনালিস্ট মো. আবিদ কামাল।
কৃষির মাঠ কর্মকর্তা ও কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে কয়েকজন তরুণ কৃষক বলেন,এই অ্যাপে চাষ পদ্ধতি জানার সুযোগ আছে। কোন কিছু জানা থাকলে তা কাজে আত্মবিশ্বাস বাড়ায়। এই অ্যাপস ব্যবহারে আমাদের খরচ কমবে এবং উৎপাদন বাড়বে।

আরো পড়ুন