প্রতিনিধি।।
এবার ক্যাপসিকাম, বিটরুট, স্কোয়াশ, তরমুজ ও সাম্মামে হাসবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাঠ। এদিকে নতুন ফসলের বীজ পেয়ে খুশি কৃষকরা। দেবিদ্বার উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে এই ফসলের বীজ ও জৈব বালাই ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। কৃষকদের লাভবান করতে উচ্চমূল্যের নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,উপজেলার ৪০ জন কৃষক পেঁয়াজ, ৫ জন করে কৃষক গাজর, রঙ্গিন ফুলকপি, ক্যাপসিকাম, বিটরুট, স্কোয়াশ, তরমুজ ও সাম্মাম চাষের জন্য বীজ পেয়েছেন।
এছাড়া গোমতীর চরসহ বিভিন্ন গ্রামের শসা, ফুলকপি, বাঁধাকপি চাষি ৮০ জনকে জৈব বালাই ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ দেয়া হয়। তার মধ্যে রয়েছে ফেরোমন ফাঁদ, লিউর, হলুদ আঠালো ফাঁদ ও জৈব বালাইনাশক।
বীজ ও জৈব বালাই ব্যবস্থাপনা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,মশিউর রহমান,মরিয়মের নেছাসহ অন্যান্যরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com