প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের(কুসিক) মেয়র পদে উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সমর্থন পেলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির মেয়ে তাহসিন বাহার সূচনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সূত্র জানায়, বর্ধিত সভায় সভার সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ঘোষণা করেন, কারা কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী হতে চান। প্রথমে হাত তোলেন আওয়ামী লীগ নেতা শ্যামল ভট্টাচার্য। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম নিজের মনোনয়নপত্র সংগ্রহের কথা বলেন। তিনি বলেন, হাউজ চাইলে ভাতিজি তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেবো। তখন নেতাকর্মীরা সূচনার নামে শ্লোগান দিতে থাকে। এসময় সেলিম বলেন, ভাতিজিকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করে নিলাম। শ্যামল ভট্টাচার্যও তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার তার মেয়ে তাহসিন বাহার সূচনার হাত তুলে ধরে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা আমাকে সমর্থন দিয়ে কৃতার্থ করেছেন।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনীতে আমার রক্ত আছে, তাই আমি বিশ্বাস করি সে আমার মতই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে, কারণ সবার সমর্থন তার সাথে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ। কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com