সাবাস শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দল গাজীপুর মৌচাকে
৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩ বিভিন্ন ইভেন্ট
দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার জাম্বুরীতে অংশগ্রহকারী কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভারদের সাথে
মতবিনিময় করেন
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের প্রতিষ্ঠাতা রোভার স্কাউট লিডার ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা জেলা স্কাউটের সহ- সভাপতি এম নার্গিস আক্তার, বাংলাদেশ স্কাউটের সহকারী লিডার ট্রেইনার ও পতেঙ্গা ভিলেজের ডেপুটি ভিলেজ চীফ এম আতাউর রহমান, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট শাহরিয়ার রহমান, গার্লস ইন সিনিয়র রোভার মেট ফারিয়া সুলতানা ইভা,রোভার মেট ইমরান হোসেন ভূইয়া, বাধন, আফসানা মিম প্রমুখ।
জাতীয় কমিশনার এমএম ফজলুল হক আরিফ জানান, গত ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নয় দিনব্যাপী বাংলাদেশ স্কাউটের ব্যবস্থাপনায় ৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে।
এতে ভারত, নেপাল,মালদ্বীপ, ফিলিপাইন, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া,ইউএসএ,জার্মানি, কানাডা ও বিশ্ব স্কাউট সংস্থা এশিয়া প্যাসিফিক রিজিওন প্রতিনিধিসহ ৮ হাজার স্কাউট ১ হাজার ইউনিট লিডার ও আইএসটি সদস্যসহ ১১ হাজার জন অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com