এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অর্থদণ্ড

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি, দাখিল এবং এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ নকল মুক্ত এবং যথাযথভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে পরীক্ষা কেন্দ্রের পাশ্ববর্তী ২০০মিটার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার(১৫ এপ্রিল) উপজেলার কাশিনগর বাজার এলাকায় পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে একটি ফটোকপি দোকান ও একটি লাইব্রেরি খোলা রাখায় উপজেলা প্রশাসক ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ফৌজদারি কার্যবিধির ১৪৪ধারা জারি করা হয়েছে এবং কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ফটোকপির দোকান এবং বইয়ের লাইব্রেরি বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়েছে। উক্ত আদেশ ভঙ্গ করায় আজ কাশিনগর বাজার এলাকায় একটি ফটোকপির দোকান ও একটি লাইব্রেরির প্রত্যেককে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী ১০০০টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।