প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ
কভিড মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
চলমান কভিড পরিস্থিতিতে মাস্ক পরিধানের গুরুত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে 'নো মাস্ক, নো সার্ভিস' বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামস্থ ডিসি পার্কে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খাঁন। এতে
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরামউল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। করোনার সংক্রমণ রোধে মাস্ক পরিধানের গুরুত্ব ব্যাপক। এতে কভিড আক্রান্ত হওয়ার ঝুকি অনেকাংশে কমে যায়। তাই সকলকে মাস্ক পরিধানের আরো বেশী সচেতন হতে হবে। এদিকে কর্মশালার আগে জেলা প্রশাসক সদর উপজেলার সেন্দ গ্রামে ১৮ একর জায়গার উপর প্রতিষ্ঠিত 'ডিসি পার্ক'র উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com