আমোদ ডেস্ক।।
করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫২ হাজার ৯৭২ জন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
[caption id="attachment_1164" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জন। এছাড়া মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।
দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। রোববার শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।
[caption id="attachment_1172" align="aligncenter" width="369"] বিজ্ঞাপন[/caption]
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com