অফিস রিপোর্টার।।
গত চব্বিশ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫জন। রোববার করোনায় আক্রান্ত হন ৭০১জন। এটি যেকোনো সময়ে কুমিল্লায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার মারা যাওয়াদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পাঁচজন, বুড়িচং, চান্দিনা, লালমাই, বরুড়া, মুরাদনগর ও তিতাসের একজন করে, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের দুইজন করে। জেলায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬২জনের। কুমিল্লায় এ পর্যন্ত নিশ্চিত করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৩০জনের। রোববার জেলায় সুস্থ হয়েছেন ২২৭জন। তার মধ্যে সিটি করপোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ১৫০জন, সদরে ২০ জন,ব্রাহ্মণপাড়ায় ৩৭ জন ও চান্দিনায় ২১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৯জন। এদিন আক্রান্তের হার ৪১.২শতাংশ। এর আগের দুইদিন আক্রান্তের হার ছিল ৫২.৭ ও ৪৩.৫ শতাংশ। রোববার বিদেশগামী ১৪৪জনের নুমনার ফল আসে। আক্রান্ত হন ১৩জন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com