প্রতিনিধি।।
কর্ণেল তাহেরের ফাঁসি দিবসে কুমিল্লায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) কুমিল্লা টাউনহল মুক্তিযুদ্ধা কর্নারে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, জোন ইনচার্জ কমরেড নিখিল দাস, কমরেড নাসিরুল ইসলাম মজুমদার, কুমিল্লা ইনচার্জ কমরেড আব্দুর রাজ্জাক ও সিপিবি সভাপতি কমরেড সুজাত আলী। সঞ্চালনা করেন মোহাম্মদ বাকের ইমাম, বাসদ নেতা ফারজানা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের সব সময় সংগ্রামের ওপরই জোর দিয়েছেন, আপসের কথা বলেননি। মুক্তিযুদ্ধে সম্মুখসমরে পা হারানো একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিসংগ্রামের অন্যতম বীর সেনানায়ক কর্নেল আবু তাহের, বীর উত্তমকে তাঁরই মুক্ত করা স্বদেশভূমিতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো। ক্ষুদিরাম বসু, সূর্যসেনের সঙ্গে, গত শতাব্দীর শেষ প্রান্তে আরেকটি নাম যুক্ত হলো কর্নেল আবু তাহের। সভায় বক্তারা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সামিল হতে হবে।
প্রসঙ্গত, বামপন্থী বিপ্লবী নেতা কর্ণেল আবু তাহের। ১৯৩৮ সালের ১৪ নভেম্বর সিলেটে জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com