অফিস রিপোর্টার।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে কাভার্ডভ্যান চালকের টাকা,খেলনা পুতুল ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) মহাসড়কের নিমসার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী জেলার চান্দিনা উপজেলার থাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে মো. জসিম (৩০)।
ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করে, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক জানান, কাভার্ডভ্যান নিয়ে চালক মহাসড়কের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিন ছিনতাইকারী কাভার্ডভ্যানের কাছে এসে ছুরি দিয়ে চালকের হাত ও পায়ে আঘাত করে। চালকের সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা, ইনটেল মোবাইল, খেলনা পুতুল, শ্যাম্পু, খেলনা গাড়ি ছিনতাই করে । পরে কাভার্ডভ্যানের চালক ছিনতাইকারীদের পিছু নিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম চান্দিনার পালকি সিনেমা হলের কাছে বেরিকেড দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করে। উদ্ধার করা হয় ছিনতাইকারী জসিমের সঙ্গে থাকা ছুরি ও ছিনতাইকৃত মালামাল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com