প্রতিনিধি।।
কুমিল্লা মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ছিলেন হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানভী রহঃ এর সহপাঠী। তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কায়কোবাদ সাহেবও আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। গতকাল মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন। দোয়া ও মোনাজাতে হেফাজতে ইসলামের আমির সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া করেন।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান মাহফিলে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান- নির্বাহী আদেশে মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনুন।
তিনি বলেন- আওয়ামী লীগের হাতিয়ার ছিল মিথ্যা বানোয়াট মামলা। আলেম ওলামাদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘদিনের। তার আহবানে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফী রহঃ এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের মোহাব্বত করেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।
কারানির্যাতিত হেফাজত নেতা আল্লামা মামুনুল হক কায়কোবাদকে 'ভাইজান' উল্লেখ করে বলেন- এই জনপদের মজলুম জননেতা জনপ্রিয় সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি। ওমরাহ থেকে আসার পর বিশ্রামের সুযোগ পায়নি। ভাইজানের কথা ফেলতে পারি না।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী তার বক্তব্যে বলেন- অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে মজলুম জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১৩৩তম মহাসম্মেলনে হাজার হাজার মুসুল্লিদের উপস্থিতিতে কুরআন হাদিসের আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেম ওলামারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com