কালো কোর্ট পরে চুরির ধান্দা করে: মির্জা আব্বাস

অফিস রিপোর্টার।।
শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নয়ন হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তার নাকি প্রচ- জনপ্রিয়তা। তিনি যশোরে একটি সমাবেশ করেছেন। বিএনপির আগের সাতটি সমাবেশের জবাব দিয়েছেন, অথচ কুমিল্লার একটি সমাবেশ তার জবাব দিয়ে দিয়েছে। আমি এই কুমিল্লাকে চিনতে পারছি না, এত মানুষ! কুমিল্লা আজ লোকে লোকারণ্য। আমরা কোনো গুম-খুন হত্যাকে ভয় পাই না। আমরা আটটি সমাবেশ করে জানিয়ে দিলাম, এ দেশের জনগণ আপনাদের না। কালো কোর্ট পরে আপনারা চুরির ধান্দা করেন। একবার আট হাজার কোটি টাকা, একবার নয় হাজার কোটি পাচার করলেন। এখন বলছেন দুর্ভিক্ষ আসতে পারে। আপনারা দুর্ভিক্ষ ঠেকাবেন কি দিয়ে? টাকা তো পাচার হয়ে গেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ চাঁদপুর,ব্রাহ্মণবাড়িযার প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।