কুইজের পুরস্কার ফলজ ও ভেষজ গাছ

inside post

কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসাবে প্রদান করা হয়েছে ফলজ ও ভেষজ গাছ। স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম এ আয়োজন করেছে নীলাভ্র ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩১জুলাই) ব্রাহ্মণপাড়ার নাগাইশ মর্ডান হাই স্কুলে বৃক্ষ রোপন ও বৃক্ষ উপহার অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।  এতে উপস্থিত ছিলেন নীলাভ্র ফাউন্ডেশনের  উপদেষ্টা অধ্যক্ষ শফিকুর রহমান, বদরুল হুদা জেনু,  শাহজাহান চৌধুরী ও  অভিজিৎ সিনহা মিঠু। নাগাইশ মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে মোট ৪০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ফলজ ও ভেষজ গাছ উপহার লাভ করেন। একইসাথে বিদ্যালয় আঙিনায় বিভিন্ন বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নের নীলাভ্র ফাউন্ডেশন সদস্যরা কাজ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাচীনকাল থেকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করে রোগের চিকিৎসা করতো। এখনও এসব উদ্ভিদ বা গাছ দিয়ে রোগের চিকিৎসার প্রচলন রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও ভেষজ ওষুধ ব্যবহারে উৎসাহিত করছে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে।

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন