কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) থিয়েটারের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ নাট্য উৎসবে কুবি থিয়েটার ছাড়াও অংশ নেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থিয়েটার। রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ।
সংবাদ সম্মেলনে নাট্য উৎসব-২০২৩ এর পোস্টার উন্মোচন করেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. সোহরাব উদ্দিন।
আয়োজকরা জানান, প্রথমদিনে কুবি, দ্বিতীয়দিনে ডিআইইউ ও তৃতীয়দিনে শেকৃবি থিয়েটার কুবির মুক্তমঞ্চে নাটক মঞ্চায়ন করবেন। তিনদিনব্যাপী এ নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক প্রদর্শনী হবে।
উল্লেখ্য- ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।