কুমিল্লা প্রতিনিধি।।
করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে রমজান মাসেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলবে। পাশাপাশি প্রশাসনিক কাজ চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
উপাচার্য বলেন, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষা চলবে। তবে প্রশাসনিক কাজ চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
এদিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মে দিবস, শবে ক্বদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য আগামী ১২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com