অফিস রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ’ শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সোমবার বিকালে কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সেখানকার গবেষণা ও শিক্ষা পদ্ধতি এবং আমার অভিজ্ঞতা আজ শেয়ার করবো। কারণ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েও এমন শিখন পদ্ধতি শুরু করা যেতে পারে।
কর্মশালার ১ম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। ২য় দিনে কলা ও মানবিক, প্রকৌশল এবং আইন অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করবেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com