আমোদ রিপোর্টার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের জন্য কুমিল্লা জেলা প্রশাসকের নিকট চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৪ শত ৭১ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৫৫ টাকার এ চেক হস্তান্তর করেন প্রকল্পের পরিচালক সানোয়ার আলী। এ টাকায় ১৯৮.৮৯০০ একর জমি ক্রয় করা হবে।
চেক হস্তান্তর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রায় ১৩০০ বছর আগেও এখানে বিশ্ববিদ্যালয় ছিলো। আজও এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে। তবে বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ার মত অবকাঠামোগত কোন উন্নয়ন ছিল না। আমি এ উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। এ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এ প্রকল্পের মধ্য দিয়ে ২০০ একর জমির বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটি হাতেগোনা মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা ভাগ্যবান। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এ ক্যাম্পাসটি বাংলাদেশের জন্য গর্ব হবে।
এসময় অনলাইন প্লাটফর্ম জুমে সরাসরি যুক্ত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, কুমিল্লা ঐতিহ্যগতভাবে শিক্ষার জন্য উপযুক্ত জায়গা। এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সবকিছু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সম্ভব। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com