গত দুই বছরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুবি
মহিউদ্দিন মোল্লা।।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে আগামী বছর দেশ সেরা হতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে এপিএ মূল্যায়নে ১০ম অবস্থানে রয়েছে কুবি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কুবি ২০০৬-০৭ শিক্ষবর্ষে যাত্রা করে। নগরীর দক্ষিণ পশ্চিম কোন সালমানপুরে এটি প্রতিষ্ঠিত হয়। যাত্রার পর নানা নেতিবাচক সংবাদে এটি আলোচনায় থাকে। ছাত্র রাজনীতিরি নামে হানাহানি,টেন্ডারবাজি আর দুর্নীতিতে এটি ডুবতে থাকে। বিশ্ববিদ্যালয়টি জেগে উঠুক,নতুন দিন আসুক তেমন প্রত্যাশা স্থানীয় নাগরিকদের। গত দুই বছরে এটি সেটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৭৩৬ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ব গবেষণা র্যাংকিংয়ে আগের বছর ৬জন শিক্ষক ছিলেন। এবার তা ৬১ জনে দাঁড়িয়েছে। জাতীয় ফেলোশিপে গতবার ছিলো ১৯জন শিক্ষার্থী, এবার তা দাঁড়িয়েছে ৪১জনে। আশা করা হচ্ছে, আগামী ১০ বছরে এই প্রতিষ্ঠান বিশে^র ৮০০-১০০০প্রতিষ্ঠানের মধ্যে চলে আসবে।
২০২০-২১ অর্থবছরে এপিএ মূল্যায়নে প্রাপ্ত নাম্বার ছিল ৫০, ২০২১-২২ অর্থবছরে এপিএ মূল্যায়নে ৬৯.৯৪ নাম্বার পেয়ে ১৯ ধাপ এগিয়ে ২৩তম অবস্থান করে। ২০২২-২৩ অর্থবছরে আরও ১৩ ধাপ এগিয়ে ১০ম অবস্থান করে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে ফুল ও উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে তিন ধরনের বিন স্থাপনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। সাথে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন ভিসি ও ট্রেজারারসহ অন্যান্যরা। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের কথা বলছেন।
সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লাবাসী দীর্ঘদিনের সংগ্রামের ফসল। রাজনীতি নিয়ে শিক্ষক ও ছাত্রদের দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারে। গুণগত মানের শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাক।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যেতে পারে। শিক্ষার মান উন্নয়নে কর্তৃপক্ষকে আরো বেশি মনোযোগী হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অবকাঠামোর সাথে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে উচ্চ মান সম্পন্ন শিক্ষা,গবেষণা ও কমিউনিটি এনগেজমেন্টের দিকে নজর দিয়েছি। এর সাথে শৃংখলা,জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ তৈরিতে কাজ করছি। এপিএ মূল্যায়নে আগামী বছর দেশসেরা হতে কাজ করছে বিশ্ববিদ্যালয় পরিবার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com