প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ক্যাম্পাস ও হলসমূহকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে যৌথভাবে দিনব্যাপি মশক নিধন অভিযান পরিচালনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশন। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মুখ থেকে শুরু করে ড্রেনসহ মশার উপদ্রব আছে এমন জায়গায় এই অভিযান পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে মশক নিধন অভিযানে সহযোগিতার জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন উড়ন্ত মশা নিধনের জন্য ২টি হকার মেশিন এবং ড্রেনের মশা নিধনের জন্য ২টি হান্ট মেশিনসহ লোকবল প্রেরণ করে। এছাড়াও আবাসিক হলগুলোতে মশক নিধন ঔষধ ছিটানো হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com