প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।
পিপি মুজিবুর রহমান বাহার জানিয়েছেন, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেফতার করে র্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না।
কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা। আমার কাছে কোন অস্ত্র পায়নি। আমি এই বিষয়ে আদালতের সুবিচার চাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com