প্রতিনিধি।।
ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির মনোনীত হয়েছেন সেক্রেটারি হিসেবে।
মঙ্গলবার (৮ জুলাই) কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতির নির্বাচন হয়। পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, শাখার সাবেক ও বর্তমান নেতারা।
নতুন নেতৃত্বে শাখা আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com