প্রতিনিধি।।
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী বাসসের প্রতিনিধি কামরুল হাসান। এর আগে তিনি মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিচার চেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অভিযোগপত্র ও জিডি সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ১১ জুলাই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। উপজেলার নিজ এলাকার আঞ্চলিক সংগঠন উপদেষ্টাকে ফুল দিতে চাইলে উপস্থাপক শিক্ষক মুতাসিম বিল্লাহ বারবার ডাকবো ডাকছি বলে বিষয়টি এড়িয়ে যান।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে উপদেষ্টার বক্তব্য শেষে আঞ্চলিক সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাসসের প্রতিনিধি কামরুল হাসান উপস্থাপক মুতাসিম বিল্লাহর কাছে আঞ্চলিক সংগঠনকে না ডাকার কারণ জানতে চান। তখন তিনি উপ উপাচার্য নিষেধ করেছেন বলে জানান। তখন তাঁকে পুনরায় উপ উপাচার্যের সাথে কথা বলতে বলায় সে ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে বলে 'হু আর ইউ'। এসময় কর্তব্যরত সকল সাংবাদিকদের সামনে ঘটে।
পরবর্তীতে সন্ধ্যার পর শিক্ষক মুতাসিম বিল্লাহ সাংবাদিক কামরুল হাসানের নামে প্রাণনাশের হুমকির অভিযোগে প্রক্টর বরাবর লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করে। শিক্ষক শুধু অভিযোগ দায়ের করেই ক্ষান্ত হননি তাঁর অনুসারীরা সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। এমনকি বিভিন্ন কমেন্টে হুমকি, ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে প্রাণনাশেরও হুমকি দিতে থাকে।
প্রাণনাশের হুমকির ঘটনায় রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভুগী সাংবাদিক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, সাংবাদিক কামরুল প্রাণনাশের হুমকির প্রতিবাদে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি একজন উপ-পরিদর্শকের কাছে ন্যাস্ত করা হয়েছে।
শিক্ষক কর্তৃক সাংবাদিককে মিথ্যা অপপ্রচারর করে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কুমিল্লার বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবি সংগঠন ও রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
তারা বরেন, একজন সাংবাদিকের সাথে শিক্ষকের এহেন আচরণ দুঃখজনক। পরবর্তীতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com