প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ
কুমিল্লাবোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ১৫৫ জন পাশ
অফিস রিপোর্টার।।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ১৫৫ জন ফেল থেকে পাশ করেন। ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।শনিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন, যাচাই বাচাই শেষে ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য - গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com