মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদ
হাসিবুল ইসলাম সজিব।।
১২ জুলাই দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঢাকা মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা। শুক্রবার বিকেলে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন বক্তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব।
সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি যুব নেতা মাওলানা আক্রাম হোসাইন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ এরশাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সাবেক সেক্রেটারি মাওলানা নূর হোসাইন,মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি নাজির আহমেদ ফাহিম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি ছাত্র নেতা মামুন বিন নুরুল ইসলাম।
বক্তারা অবিলম্বে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com