কুমিল্লায় সেইভ ওয়ান মোর সংগঠনের এনিমেল ট্রিটমেন্ট ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ কুমিল্লা রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডে কেয়ার কুমিল্লা পেট এনিমেল কনসালটেন্ট ডা. শেখ ইসমাইল আহমেদ, লিল পও ডেট কেয়ার পেট এনিমেল কনসালটেন্ট ডা. ফারহান ইশরাক, ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন তাঁর বক্তব্যে বলেন, প্রাণী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, হাঁস—মুরগি আমাদের খাদ্য ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি পোষা প্রাণী আমাদের মানসিক শান্তি ও আনন্দের উৎস।
মো. মাজাহারুল ইসলাম বলেন, প্রেক্ষাপটে আজকের আয়োজন—“এনিমেল মেডিকেল ক্যাম্প”—অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এখানে বিনামূল্যে প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, ওষুধ প্রদান এবং সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
এ সময় উপস্থিত ছিলেন সেইভ ওয়ান মোর সংগঠনের প্রতিষ্ঠাতা নাওয়ার ইবনাত, সহ প্রতিষ্ঠাতা সামির আহমেদ বিশাল, সংগঠনের সদস্য রিফাত শরিফ, ফুয়াদ মনছুর প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com