প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ
কুমিল্লায় এসএসসির পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাশ ১৮০ জন
প্রতিনিধি।।
২০২৩ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ২৮ আগস্ট কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ২৪ টি বিষয়ে ২৭০৬০ জন শিক্ষার্থী ৬৫০৪০ উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জন জিপিএ ৫ পান। ১৮০ জন ফেল থেকে পাশ করেন এবং ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য- গত ২৮ জুলাই ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ০৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com