প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ণ
কার্প হ্যাচারির মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি ৮৫ভাগ

জেলা মৎস্য দপ্তরের অবহিতকরণ কর্মশালা
প্রতিবেদক।।
বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়াকালে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন,বর্তমান প্রকল্পের আওতায় মৎস্য খামারসমূহের সংস্কার ও আধুনিকায়ন, খামারগুলোর জরাজীর্ণতা দূরীকরণ ও মৎস্য চাষীদের স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা মৎস্য দপ্তর আয়োজিত এ অবহিতকরণ কর্মশালা শনিবার পদুয়ার বাজার এলাকায় একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে অতিথির বক্তব্য রাখেন ঢাকা মৎস্য ভবন থেকে আগত সহকারি প্রকল্প পরিচালক মোঃ সুলতান মাহমুদ। তিনি এ প্রকল্প বিষয়ে কী নোট উপস্থাপন কালে বলেন, এটি ৩৭১ কোটি টাকার প্রকল্প। এর আওতায় দেশ ব্যাপী ৩১টি খামারের সংস্কার মূলক কাজ করা হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কারিগরি সহায়তা ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। তিনি জানান, এ প্রকল্পের আওতায় কুমিল্লা জেলায় কার্যক্রমের মধ্যে লাকসাম উপজেলায় কার্প হ্যাচারির মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি ৮৫ভাগ। আগামী মে মাসে এ প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হবে। এছাড়াও এ প্রকল্পের আওতায় অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে জাঙ্গালিয়ায় গলদা ও কার্প হ্যাচারির মেরামত ও সংস্কার, বুড়িচং উপজেলার কার্প হ্যাচারির মেরামত ও সংস্কার কাজ।
তিনি কর্মশালায় বেশকিছু সুপারিশও উপস্থাপন করেন। সুপারিশমালার মধ্যে রয়েছে, পুরাতন ও জরাজীর্ণ হ্যাচারি অফিস মেরামত ও সংস্কার, নিরাপত্তা জোরদারকরণে সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ ও সিসি ক্যামেরা স্থাপন, বুড়িচংয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের অফিস কাম ডরমিটরি ভবন নির্মাণ, গ্রামীণ মৎস্য খামার নির্মাণ, হোমনায় দেশীয় প্রজাতির একটি হ্যাচারি নির্মাণ,খামারের শূন্য পদে জনবল নিয়োগ ইত্যাদি।
তিনি আরও জানান, কুমিল্লায় মোট মাছের উৎপাদন ৩, ১২, ৮২৪ মে. টন ও চাহিদা ১, ৫৪, ২৭০ মে. টন। চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ মাছ এ জেলায় উৎপাদন হয়। এ জেলায় সরকারি হ্যাচারির সংখ্যা ৭টি, বেসরকারি হ্যাচারির সংখ্যা ৪০ টি, বেসরকারি নার্সারির সংখ্যা ৬৪৩ টি, মোট পোনা উৎপাদন (লক্ষ) ২৬২১টি ও মোট রেনু উৎপাদন ৪৫,৭১৫ কেজি।
বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মাসুদুল ইসলাম ও সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান সরকার।
অভিব্যক্তি প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন লাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইশরাত জাহান, মৎস্য চাষী রহমত আলী,জামাল আহমেদ ভূইয়া।
কর্মশালা সঞ্চালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক অশোক কুমার দাশ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com