প্রতিনিধি।।
কুমিল্লায় ছাত্র আন্দোলন দমনে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার করা হয়, কুমিল্লা নগরীর ৭নং ওয়ার্ড অশোকতলা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে জাকির (৩৮) ও একই এলাকার আবদুল আলীর ছেলে লিটন (৪২)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লা সদরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান এ তথ্য নিশ্চিত করেন।
যৌথবাহিনী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নগরীর অশোকতলা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যেমতে লিটনকেও গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজি, চাপাতি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিলো বলে জানান গ্রেফতার করা আসামিরা।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামিসহ দুইটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com