প্রতিনিধি।।
কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় টিয়ারশেল ও ফাঁকা গুলির ঘটনা ঘটে। কুমিল্লা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসার সময় আনসার ক্যাম্প এলাকায় পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও শিক্ষার্থীরা। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের দাবি সংবাদকর্মীসহ তাদের অন্তত: ১০জন আহত হয়েছেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা ছাত্রদের কর্মসূচি ঠেকাতে পুলিশের এই সতর্কতা বলে জানা গেছে।
জানা গেছে, মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশের চারদিকেই অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে কাউকেই সড়কে দেখা যায়নি। যারাই সড়কে যেতে রওনা হন তাদেরকে আটকে দেয় পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, পুলিশের অবস্থানের খবর আমরা জেনেছি। কেন্দ্রে থেকে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র যা সিদ্ধান্ত দেবে আমরা তাই মানবো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের টিয়ার গ্যাস মেরেছে। হামলাও করেছে। কয়েকজন ছাত্র আহত হয়েছেন। আমাদের ওপর অতর্কিত হামলা করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ছাত্রদের রাস্তায় উঠতে দেয়া হয়নি। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com