প্রতিবেদক।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় বেসরকারি কলেজগুলোর মধ্যে গড় ফলাফলে সেরা হয়েছে ক্যামব্রিয়ান কলেজ। নগরীর কোটবাড়িতে অবস্থিত কলেজটিতে এ বছর ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৪২ উর্ত্তীণ হয়েছেন। গড় ফলাফল ৭৯.২৫।
গেলো বছরের তুলনায় এ বছর কুমিল্লা বোর্ডে ফলাফল নি¤œগামী হলেও ক্যামব্রিয়ান কলেজ তার ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে। রোববার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।
কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান জানান, ২০০৯ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে লেখাপড়ার মানোন্নয়নে কাজ করা হয়। বিষয়ভিত্তিকভাবে শিক্ষার্থীদের লেখাড়পড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও দিকেও খেয়াল রাখা হয়। যার ফলে এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল অর্জিত হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com