প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ণ
কুমিল্লায় বৃক্ষ বাজার স্থাপনের দাবি

মাস ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী
প্রতিবেদক।। জনগণকে গাছের চারা রোপণের ক্ষেত্রে বৃক্ষমেলা ইতিবাচক ভূমিকা রাখে। এ মেলায় যারা তথা যেসব নার্সারি মালিকরা স্টল দিয়ে অংশগ্রহণ করেছেন তারা জাতীয় দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লায় মাস ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৫ সমাপনী উপলক্ষে এ সভায় নার্সারি মালিকদের কয়েকজন কুমিল্লায় বৃক্ষ বাজার স্থাপনের দাবি জানালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার সমাপনী এ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবীর। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল মোস্তফা বাবুল ও সমিতির সদস্য আবুল কাশেম।
বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গ্রীণ হাউস নার্সারি, দ্বিতীয় স্থান অর্জন করেছে তোয়া নার্সারি ও তৃতীয় স্থান অর্জন করেছে হাইওয়ে নার্সারি। বিজয়ী এসব নার্সারি মালিকের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। এ বছর বৃক্ষমেলায় অংশ গ্রহণকারী ৪৭টি স্টলেই প্রচুর পরিমাণে ফলজ, বনজ,ঔষধি ও শোভাবর্ধক গাছের চারার সমারোহ ঘটে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com