তৈয়বুর রহমান সোহেল।।
তীব্র দাবদাহের কারণে রোগী বাড়ছে কুমিল্লায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সন্ধ্যা পর্যন্ত দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি আছে। এদিকে জেলার ১৭ উপজেলার হাসপাতালগুলোতেও গত কয়েকদিনে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ত্বকের প্রদাহ ও ইউরিন সমস্যার রোগী বেড়েছে। বিশেষ করে গরমের কারণে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি। শিশু ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে ভর্তি আছে ১০৯ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০০ শয্যার হাসপাতালে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১২শ’ রোগী ভর্তি আছে। শিশু ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে ভর্তি আছে ১০৯ জন। যাদের বেশির ভাগই তীব্র গরমে অসুস্থ হয়েছেন। এছাড়া অন্যান্য ওয়ার্ডে ভর্তি হওয়া এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়ে চলে যাওয়া অধিকাংশই গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলে রাব্বী বলেন, গরমের কারণে হাসপতালে রোগীর অতিরিক্ত চাপ রয়েছে। তবে হিট স্ট্রোক বা গরমজনিত অন্য সমস্যায় এখনো পর্যন্ত কোনো রোগীর মারা যাওয়ার রেকর্ড নেই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com