আমোদ প্রতিনিধি।।
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মেসার্স এম.রহমান নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। মঙ্গলবার কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে পাল্টা এ অভিযোগ করেছেন মেসার্স রিফাত কনস্ট্রাকশনের মালিক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এর আগে শনিবার আরফানুল হক রিফাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন মেসার্স এম.রহমান নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান।
আরফানুল হক রিফাত বলেন, মেসার্স এম.রহমান নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান যেই টাকায় ইজারা নিয়েছেন, তার কোন আয়কর দেওয়া হয়ানি। তার এই টাকার উৎস কোথায় এটি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি তিনি প্রতিটি পদে পদে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেছেন। অবৈধভাবে পাঁচটি ঘাট (বালুমহাল) ইজারা নিয়ে তিনি মোট ২৯টি ঘাট দখল করেছেন। এখন বিএনপি ও জামায়াতের কর্মীদের দিয়ে এসব ঘাট থেকে বালু উত্তোলন করছেন। উল্টো সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া বক্তব্য দিচ্ছেন। আমি উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন এবং এই বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রাজু প্রমুখ।
মেসার্স এম.রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান বলেন, আমি জেলা প্রশাসকের দেওয়া সকল নির্দেশনা মেনেই বালুমহালের ইজারা নিয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার সবকিছুই মিথ্যা ও বানোয়াট। উল্টো তিনি আমাকে হয়রানি করছেন। আমার ইজারা নেওয়া বালুমহাল তিনি দখলে রেখেছেন।
এ প্রসঙ্গে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাঈন উদ্দিন বলেন, যেহেতু এ ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে, তাই আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না। উচ্চ আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com