প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ
কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দুই গ্রুপ, মহাসড়ক বন্ধ

প্রতিনিধি।
কুমিল্লা চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে।
মঙ্গলবারের (৬ জুন) সকাল ৯ টা থেকে এ ঘটনা শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মাঝে লাঠি হাতে দাঁড়িয়ে আছে অর্ধশত লোকের দুইটি দল। প্রত্যেকের হাতে লাঠিসহ দেশিয় অস্ত্র।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে।
তবে বিদ্রোহীদের শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এতে প্রাইভেট, মাইক্রো, বাস, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুল্যান্সও তল্লাশি করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অচল অবস্থায় রয়েছে। মহাসড়কে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। নির্িচারে গাড়ি ভাংচুর চলছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com