আমোদ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চৌদ্দগ্রামে আওয়ামী লীগ প্রার্থী জি এম মীর হোসেন মীরু ও বরুড়া পৌরসভা নির্বাচনে মো.বক্তার হোসেন ওরফে বখতিয়ার জয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা শনিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।
চৌদ্দগ্রামে জি এম মীর হোসেন মীরু নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯’শ ২৮ ভোট ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ মজুমদার পেয়েছেন ১৮’শ ৮০ ভোট। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৭ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ডে কাজী বাবুল ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান জয়লাভ করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১-৩নং ওয়ার্ডে কহিনুর আক্তার, ৪-৬নং ওয়ার্ডে ফিরোজা বেগম, ৭-৯নং ওয়ার্ডে আমেনা বেগম জয়লাভ করেছেন। এদিকে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ মজুমদার কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল দাবি করে পুন: নির্বাচনের দাবি জানিয়েছেন।
এদিকে কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো.বক্তার হোসেন ওরফে বখতিয়ার ১৬ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী পেয়েছেন তিন হাজার ৭৫৩ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আজহারুল ইসলাম জানান, বরুড়া পৌরসভায় মোট ৩৬ হাজার ৩০৩ জন ভোটারের মধ্যে ২২ হাজার ৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোট ২১ হাজার ১৭৯ আর অবৈধ ৮৭৯টি। নির্বাচনে ভোটের হার ছিলো ৬০.৭৬ শতাংশ। নির্বাচনে জাল ভোট দেওয়ার ঘটনায় একটি কেন্দ্র স্থগিত করা হয়েছিলো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com