অফিস রিপোর্টার।।
কুমিল্লা জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থী পাঁচ লাখ ত্রিশ হাজার ৮৩৮ জন। যার মাঝে টিকা পেয়েছেন চার লাখ ছয় হাজার ২২ জন। যা মোট শিক্ষার্থীর ৭৬.৫ শতাংশ। বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সাইদুল আলম।
সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন জানান, কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩জন। টিকার আবেদন করেছে ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। যা মোট জনসংখ্যার ৪১.৫ শতাংশ।
সিভিল সার্জন জানান, ওমিক্রন রোধে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বেড ও মজুদ আছে অক্সিজেন।
উল্লেখ্য , এই পযন্ত কুমিল্লায় দুই লাখ সাত হাজার ৬৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com