প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২২, ১১:০৭ অপরাহ্ণ
কুমিল্লায় “অনন্দিত হাজং বিদ্রোহ’‘ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন

আমোদ ডেস্ক।।
হাজং সম্প্রদায়ের টঙ্ক আন্দোলনের ইতিহাস নিয়ে শুক্রবার কুমিল্লার নজরুল ইন্সটিটিউটে প্রদর্শিত হল 'অনন্দিত হাজং বিদ্রোহ।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজ সরকারের পরিচালনায় এই ডকুমেন্টারি নির্মান করা হয়।
'অনন্দিত হাজং বিদ্রোহ' ডকুমেন্টারি প্রদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর উপস্থাপনায় অনুভুতি প্রকাশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব মোঃ শাহ আলম,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুল হক,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার সুলতানা,সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কবির উদ্দিন আহম্মদ।বক্তাগন তাদের বক্তব্যে বলেন এধরনের ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি দেখে অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়েছে। সকল বক্তা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠিতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাঈনুদ্দিন খন্দকার, জেলা রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমন, আগানগর ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল হক বিপ্লব,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনির হোসেন,কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের পরিচালক মোঃআল আমিন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাসেল সরকার প্রমুখ।সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম রিফাত ও খান মাহমুদ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com