আমোদ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আলমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সখিনা আলম।
মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান উর্মির আদালতে তিন কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন তিনি। এতে মহিউদ্দিন আহমেদ আলমকে একমাত্র আসামি করা হয়।
মহিউদ্দিন আহমেদ আলম চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ২০১৯ সালের ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জানা যায়- গত ৬ সেপ্টেম্বর কয়েকটি পত্রিকায় ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটিতে ফ্রিডম পার্টির নেতা-কর্মী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আলম চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কাজী জাহাঙ্গীর আলমকে ফ্রিডম পার্টির কো-অর্ডিনেটর আখ্যা দিয়ে সাংবাদিকদের তথ্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিন কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কাজী জাহাঙ্গীর আলমের স্ত্রী কাজী সখিনা আলম।
কুমিল্লা জর্জকোটের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন জানান- কাজী জাহাঙ্গীর আলম চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বাতিঘর ছিলেন। তাঁর জীবদ্দশায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগের অন্যতম কান্ডারী থাকায় তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন। এমন নেতার বিরুদ্ধে মিথ্যাচার করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আলম। আদালত আমাদের অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম জানান- মামলার বিষয়টি আমি শুনেছি। এ পর্যন্ত কোন নোটিশ পাইনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com