আমোদ রিপোর্টার
কুমিল্লায় কনকনে ঠাণ্ডা আর উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। শীতের দাপটে স্থবিরতা বিরাজ করছে কুমিল্লা জুড়ে। রবিবার কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এ তাপমাত্রা কমে ৯ থেকে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানিয়েছে কুমিল্লার আবহাওয়া অফিস। কুমিল্লার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবি, সোম ও মঙ্গলবার তীব্র শীত পড়ার পর বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা হালকা বৃদ্ধি পেলেও পুরো সপ্তাহজুড়ে শীত অব্যাহত থাকবে।
কুমিল্লার আবহাওয়া কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা এর আগেও ১১ ডিগ্রির চেয়ে কম ছিল। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার কারণে তাপ বিকিরণ কম হচ্ছে। এতে সূর্য ডোবার সাথে সাথে তীব্র শীত অনুভূত হচ্ছে। রবিবার রাতে তাপমাত্রা আরও হ্রাস পাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com