অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ৫৫জনসহ নতুন করে মঙ্গলবার জেলায় ১১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ৫০৫ জন, মারা গেছেন মঙ্গলবার পাঁচজনসহ মোট ৫৯ জন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১২৫জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার আক্রান্ত হয়েছেন কুমিল্লা নগরীতে ৫৫ জন, বুড়িচংয়ে চারজন,লাকসামে ছয়জন,বরুড়া তিনজন,মুরাদনগরে ৩৬জন,চৌদ্দগ্রামে তিনজন,মনোহরগঞ্জ ১২জন,সদর দক্ষিণে আটজন,হোমনায় চারজন, তিতাসে ১০জন,দাউদকান্দিতে সাতজন ও চান্দিনায় দুইজন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লানগরীসহ পুরো জেলা থেকে ১৪ হাজার ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩হাজার ৪৫ জনের। মঙ্গলবার চৌদ্দগ্রামে আটজন,মনোহরগঞ্জে একজন, সদর দক্ষিণে নয়জন, নাঙ্গলকোটে চারজন,আদর্শ সদরে ১০জন,হোমনায় একজন ও বুড়িচংয়ে তিনজনসহ ৩৬ জন সুস্থ হয়েছেন। এ দিন মুরাদনগর,চৌদ্দগ্রামে একজন করে ও কুমিল্লা নগরীতে তিনজনসহ মারা গেছেন পাঁচজন। সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com